राष्ट्रवाद की पिच पर क्या आएंगे विपक्षी?

राष्ट्रवाद की पिच पर क्या आएंगे विपक्षी? #ATVideo #Bihar #10Tak (Mausami Singh)| Sweta Singh

           

https://www.facebook.com/aajtak/posts/10162841802952580

ওরা বারবার এটা করেছে ৷
ভারতবর্ষের প্রাচীন পরম্পরাকে গুঁড়িয়ে পদদলিত করে স্যাডিস্টিক আনন্দ পেয়েছে ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

সব ব্র্যান্ডের কম্যুনিষ্টরা বার বার রামকৃষ্ণ মঠ ও মিশনকে আক্রমন করেছে ৷
ওরা বারংবার বলেছে শ্রীরামকৃষ্ণের মৃগীরোগ ছিলো, মা সারদা ঘুঁটেকুড়োনী, স্বামী বিবেকানন্দ একজন ভন্ড সন্ন্যাসী-প্রচারক ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

ওদের নেতা প্রমোদ দাশগুপ্তর প্রকাশ্য বিবৃতি ছিলো — ক্ষমতায় এলেই বেলুড় মঠকে কফি হাউস বানাবে পার্টি ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

তারপর সরকার বদলালো ৷

কম্যুনিস্ট নেতা এক কবিকে নিয়ে ধর্মতলায় খাবলা খাবলা গোমাংস খেয়ে স্যেকুলারিজম এর পরাকাষ্ঠা দেখালেন ৷
শুয়োরের মাংস খাওয়া স্যেকুলারদের বারন আছে ৷
তাই ওরা খায়নি ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

ওরা বদলালো না ৷
একজন কুচোসুতোভুঁইতো নেত্রী বীরভূমের কাংলাপাহাড়ীতে প্রায় শতাব্দীপ্রাচীন দূর্গাপূজা বন্ধ করে দিলেন ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

দূর্গাপূজার ভাসান বন্ধ হলো ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

সরকারী স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে নবীদিবস চালু করলেন ৷
সরস্বতী পূজা করার দাবী করতেই বাচ্ছা মেয়েটির মাথা ফাটালো পুলিশ ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

নেত্রী প্রকাশ্যে বললেন ভারত সেবাশ্রম সংঘের মত সংগঠনগুলি দাঙ্গা করে বেড়ায় ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

বিবেকানন্দের জন্মদিনে দেব আনন্দের আবির্ভাব ঘটালেন ৷
সেই নেত্রীর বশংবদেরা কেউ ত্রিশূলে কন্ডোম পরালেন ৷
একজন শিবলিঙ্গে কন্ডোম পরালেন ৷
বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ ওরা পরোয়া করেনি ৷ একটি বারের জন্যও ক্ষমা চায়নি ৷

কিছুদিন আগে নেত্রীর বশংবদ, মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করা ডাক্তারবাবু বললেন ধর্মীয় নথি ও তথ্য অনুযায়ী রামকৃষ্ণ সংঘজননী মা সারদা কালীঘাটে নবজন্ম ধারন করে মমতারূপে আবির্ভূতা ৷
সবাই শুনলেন ৷ তিনিও শুনলেন ৷ কোনো দুঃখপ্রকাশ করলেন না ৷ ক্ষমাপ্রার্থনাও নয় ৷

কারন ~
নরম মাটিতেই বেড়াল বেশী আঁচড়ায় !